Search
Close this search box.

আইএসআই-চীনের মতো ভারতের শত্রুরা অবস্থা করছে বাংলাদেশে সক্রিয়

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর সহিংসতা হচ্ছে দাবি করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সর্বভারতীয় মজলিসে-ই-ইত্তেহাদুল মুসলেমীন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।

বিশেষ করে দীপু চন্দ্র দাস এবং অমৃত মণ্ডল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন হায়দরাবাদের এ সাংসদ।

এছাড়াও তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও চীনের মতো ভারতের শত্রুরা বাংলাদেশে সক্রিয় বলে মন্তব্য করেন তিনি।তিনি এ কথা বলেন। এছাড়া বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার ওপর জোর দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য ভারত সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান দেশটির এ মুসলিম নেতা।

ওয়াইসি বলেন, ‘আমাদের দল দীপু চন্দ্র দাস এবং অমৃত মণ্ডলের হত্যার ঘটনার তীব্র নিন্দা জানায়। পাশাপাশি, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য ভারত সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে, আমরা তাকে সমর্থন করি।

তিনি আরও উল্লেখ করেন, ‘বাংলাদেশ ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদের আদর্শের ওপর প্রতিষ্ঠিত দেশ। সেখানে প্রায় দু’কোটি অমুসলিম সংখ্যালঘু বসবাস করে।

তিনি আশা প্রকাশ করেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উত্তেজনা ভবিষ্যতে বৃদ্ধি পাবে না এবং সাম্প্রতিক ঘটনাবলি দেশের সাংবিধানিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এছাড়াও, ওয়াইসি চীন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং ভারতবিরোধী অন্যান্য শক্তিকেও সতর্ক করেছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের স্থিতিশীলতা ভারতের, বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশে বর্তমানে আইএসআই, চীন এবং ভারতের শত্রু হিসেবে বিবেচিত শক্তিগুলো এই মুহূর্তে সক্রিয় রয়েছে। আমরা আশা করি, ফেব্রুয়ারি মাসে নির্বাচনের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও উন্নত হবে।

 

সম্প্রতি