এনামুল হক বিশ্বাস বিশেষ প্রতিনিধি:- বিমান টিকিটে প্রতারণা বন্ধে দুটি নতুন অধ্যাদেশ জারিবিমান টিকিট কাটাকে কেন্দ্র করে প্রতারণা ও যাত্রী হয়রানি বন্ধে বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ ২০২৬ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ ২০২৬ জারি করা হয়েছে।
সোমবার সচিবালয়ে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংশ্লিষ্ট উপদেষ্টা।
তিনি বলেন, এই দুটি অধ্যাদেশ কার্যকর হলে বিমান টিকিট বিক্রিতে দীর্ঘদিন ধরে চলা প্রতারণা ও অনিয়ম বন্ধ হবে। অসাধু ট্রাভেল এজেন্সির মাধ্যমে গড়ে ওঠা সিন্ডিকেট ভেঙে দেওয়া সম্ভব হবে এবং যাত্রীদের হয়রানি কমবে।
এ জন্য অধ্যাদেশে কঠোর ব্যবস্থা রাখা হয়েছে।বিমানের ফ্লাইট ডাইভারশন প্রসঙ্গে উপদেষ্টা জানান, ঘন কুয়াশার কারণে পাশের দেশে ফ্লাইট ঘুরিয়ে নেওয়ার পরিস্থিতি এড়াতে কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রিতে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেন, অধ্যাদেশ দুটি বাস্তবায়িত হলে বিমান পরিবহন ও ট্রাভেল ব্যবসায় শৃঙ্খলা, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। বিমান টিকিটের ন্যায্যমূল্য পাওয়া যাবে এবং অভিবাসী কর্মীসহ সাধারণ যাত্রীদের অধিকার সুরক্ষিত হবে। পাশাপাশি পর্যটন খাতে সুশাসন ও আন্তর্জাতিক মান বজায় রাখা সহজ হবে।





