অনলাইন ডেস্ক:- দক্ষিণী চলচ্চিত্র জগতের সবচেয়ে আলোচিত তারকা জুটির তালিকায় শীর্ষেই রয়েছে রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার নাম। দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই।
যদিও দু’জনের কেউই প্রকাশ্যে প্রেমের কথা স্বীকার করেননি, তবু একের পর এক ‘ইঙ্গিতপূর্ণ’ মুহূর্ত যেন সেই গুঞ্জনকে আরও জোরালো করছে।
নতুন বছরের শুরুতেই সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করলেন এই তারকা জুটি। নববর্ষ উদযাপনের জন্য রোমে পাড়ি দিয়েছিলেন রাশমিকা ও বিজয়। একান্তে সময় কাটিয়ে সম্প্রতি দেশে ফেরার পথে হায়দরাবাদ বিমানবন্দরে একসঙ্গে ক্যামেরাবন্দি হন তারা। সেই মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসতেই ফের আলোচনার কেন্দ্রে উঠে আসে তাদের সম্পর্ক।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পাশাপাশি হেঁটে চলেছেন রাশমিকা ও বিজয়। স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে ক্যাজুয়াল লুকেই ধরা দেন ‘পুষ্পা’খ্যাত অভিনেত্রী। ঢিলেঢালা ধূসর ট্রাউজার, বেইজ হাই-নেক সোয়েটার, তার ওপর কালো জ্যাকেট খোলা চুল, কালো জুতা ও সানগ্লাসে ছিল একেবারে অনাড়ম্বর উপস্থিতি। অন্যদিকে, ফ্যাশন সেন্সে বরাবরের মতোই নজর কাড়েন বিজয় দেবরাকোন্ডা। কালো রাউন্ড-নেক টি-শার্টের সঙ্গে ঢিলেঢালা প্যান্ট, লেদার জ্যাকেট, স্নিকার্স ও মাথায় বিনি সব মিলিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দেখা যায় তাকে। দু’জনের মুখেই ছিল মাস্ক, সঙ্গে ছিলেন নিজ নিজ টিমের সদস্যরা।
এর আগেও এই জুটির সম্পর্ক নিয়ে নানা ইঙ্গিত পেয়েছেন ভক্তরা। কিছুদিন আগে বিজয় তার ইনস্টাগ্রামে ছুটির সময়ের কয়েকটি ছবি শেয়ার করেন। নববর্ষের শুভেচ্ছা জানানো সেই ছবিগুলোতেই অনুরাগীরা খুঁজে পান রাশমিকার উপস্থিতির আভাস, যা নতুন করে জল্পনা উসকে দেয়।





