কামরুজ্জামান সজীব মহেশপুর উপজেলা প্রতিনিধিঃ- ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের ব্যবসায়ী মতিয়ার রহমানকে দুর্বৃত্তরা গুলি করে । সোমবার বিকেলে উপজেলার ভাষানপোতা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মতিয়ার রহমান ব্যবসায়িক কাজে ভাষানপোতা গ্রামে গেলে হঠাৎ দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
চিকিৎসকরা জানান, মতিয়ার রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হতে পারে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।





