Search
Close this search box.

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ জিম্মি ভোক্তারাই, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিউজ ডেস্ক:- অস্বাভাবিক মূল্য বৃদ্ধির মধ্যেই এবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধে রেখেছে ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে সারাদেশে বন্ধ রয়েছে সিলিন্ডার বিক্রি ও সরবরাহ। এতে চরম দুর্ভোগে পড়েছেন ভোক্তারা।

এদিকে, খুচরা পর্যায়ে কোনো দোকানেই মিলছে না সিলিন্ডার। হোটেলগুলোয় বিকল্প উপায়ে রান্নার কাজ চালু রাখলেও, অনেক বাসাবাড়িতে জ্বলছে না চুলা। একপ্রকার জিম্মি হয়ে পড়েছেন ভোক্তারা।

সকালে কারওয়ান বাজারে ঘুরে দেখা যায়, ভোক্তারা আগে যেসব দোকান থেকে সিলিন্ডার কিনতো, সেখানে গিয়ে তারা কোনো গ্যাস পাচ্ছে না। দোকানিরা জানিয়েছে, তাদের ডিস্ট্রিবিউটররা কোনো ধরনের সিলিন্ডার সরবরাহ করছে না। সেজন্য ভোক্তাদের ফিরেয়ে দিতে যেতে হচ্ছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

অন্যদিকে, আজ বিকেল ৩টায় এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে সমিতির নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

গতকাল বুধবার (৭ জানুয়ারি) কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় সংগঠনটি। এ বিষয়ে সারাদেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য একটি নোটিশ জারি করে ব্যবসায়ী সমিতি। সেখানে সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

এর আগে, গত কয়েকদিন ধরেই সরকার নির্ধারিত দাম ১৩শ ৭ টাকার চেয়ে কয়েকশ টাকা বেশি দরে বিক্রি হচ্ছিলো গ্যাস সিলিন্ডার।