Search
Close this search box.

নির্বাচনে প্রভাব ফেলবে সামাজিক যোগাযোগমাধ্যম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মবিনুর রিমন ঢাকা:– রাজনীতিতে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব বেড়েছে বেশ ক’বছর ধরেই। এমনকি একটি দেশ বা অঞ্চলের রাজনৈতিক গতিপথও তৈরি করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া।মিশরের তাহরির স্কয়ারের আরব বসন্ত কিংবা শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের গণঅভ্যুত্থানে হাতিয়ার ছিল সামাজিক যোগাযোগমাধ্যম।

ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা এক্স হ্যান্ডেলের মাধ্যমে সাধারণ মানুষ মতামত প্রকাশ আর তথ্য আদান-প্রদান করছে যেমন, তেমনই যেকোনো ইস্যুতে রাজনৈতিক দল-কর্মী অন্যদিকে সরকার-নাগরিক সবাই স্যোশাল মিডিয়াতে প্রথাগত কাঠামোর বাইরে গিয়ে জানাচ্ছেন মতামত।

দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটিরও বেশি। যা দেশের মোট জনসংখ্যার ৩৪ দশমিক ৩ শতাংশ। এরমধ্যে ফেসবুক ব্যব্যহারকারী ৬ কোটি। টিকটক ব্যবহারকারী ৪ কোটি ৬০ লাখ, লিংকডইন ও ইন্সটাগ্রাম যথাক্রমে ৯৯ ও ৭৫ লাখ।

ব্যবহারকারীদের একটা বড় অংশই তরুণ। তাদের টার্গেট করেই রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা সাজাচ্ছেন তাদের নির্বাচনী কৌশল।

বিএনপি চেয়ারপারসনের বৈদেশিক কমিটির বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেছেন, অফলাইনে যতটুকু অ্যাক্টিভিটি, সামাজিক যোগাযোগমাধ্যমে তারচেয়ে বেশি অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। কারণ সোশ্যাল মিডিয়া হচ্ছে অনিয়ন্ত্রিত মাধ্যম। এখানে আমরা দেখি যে নানা রকম ভুয়া ফটোকার্ড, মিসলিডিং নিউজ, গুজব, ডিসইনফরমেশন ইত্যাদি।

এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম বলেছেন, আমরা তরুণদেরকে ফোকাস এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমরা এমন কিছু প্রচারণা লঞ্চ করবো যেখান থেকে তরুণরা অনুপ্রাণিত হবে, যাতে তারা আগামী নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে আসে।

উদারপন্থী ও রক্ষণশীল ব্যবহারকারীরা কার্যত আলাদা আলাদা রাজনৈতিক তথ্যজগতে বসবাস করেন। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম প্রভাবিত করছে বিশাল অংশের এই ব্যবহারকারীদের। ফলে, এই প্ল্যাটফর্মেই বাড়ছে গুজব-অপতথ্যের প্রবাহ আর এআইয়ের নেতিবাচক প্রভাব।

প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, প্রফেশনাল সফটওয়্যার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে থাকলেও মনিটর সেলের কাছে আসলে কোনও প্রফেশনাল সফটওয়্যার নেই। যেটাকে আমরা ওপেন সোর্স ইন্টেলিজেন্স বলছি। ওপেন সোর্স ইন্টেলিজেন্সের মাধ্যমে জিও লোকেশন এবং কোন শ্রেণির ব্যক্তিরা এ প্রপাগাণ্ডা ছড়াচ্ছে; সমন্বয় করে এসব সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্টগুলো নির্ণয় করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবো।

বিশ্লেষকদের শঙ্কা, এই নির্বাচনে স্যোশ্যাল মিডিয়ার প্রভাব পৌঁছাবে ভিন্ন স্তরে। তাই নেতিবাচক প্রভাব মোকাবেলায় সাধারণের মাঝেও তৈরি করতে হবে সচেতনতা।