Search
Close this search box.

আমার আন্তর্জাতিক আইনের দরকার নেই: ট্রাম্প

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক ডেস্ক:- আন্তর্জাতিক আইনের দরকার নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার ক্ষমতার একমাত্র সীমাবদ্ধতা হলো তার ‘নিজের নৈতিকতা’ বলেও উল্লেখ করেন তিনি।নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের এ প্রেসিডেন্ট। খবর গার্ডিয়ান

ট্রাম্প বলেন, ‘আমার আন্তর্জাতিক আইনের দরকার নেই,’ এবং যোগ করেন যে তার ক্ষমতা সীমাবদ্ধ থাকে কেবল ‘আমার নিজের নৈতিকতা, আমার নিজের চিন্তাভাবনা’ দ্বারা। ‘এটাই একমাত্র জিনিস যা আমাকে থামাতে পারে,’ ট্রাম্প বলেন।

তিনি আরও যোগ করেন, ‘আমি মানুষকে ক্ষতি করতে চাই না।’ তবে প্রশাসনকে আন্তর্জাতিক আইন মানতে হয় কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি মানি,’ কিন্তু সঙ্গে সঙ্গে যোগ করেন, ‘আন্তর্জাতিক আইনের সংজ্ঞা আপনি কীভাবে দিচ্ছেন তার ওপর সেটা নির্ভর করে।’

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তার প্রশাসন যখন ‘বিভিন্ন বিকল্প’ বিবেচনা করছে, সেই প্রেক্ষাপটে নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প মালিকানার গুরুত্বের ওপর জোর দেন।

ট্রাম্প বলেন, ‘মালিকানা খুবই গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘কারণ মানসিকভাবে আমি মনে করি সাফল্যের জন্য সেটাই দরকার। মালিকানা এমন কিছু উপাদান দেয়, যা আপনি লিজ বা কোনো চুক্তি থেকে পেতে পারেন না। কেবল একটি নথিতে সই করে যেসব সুবিধা পাওয়া যায় না, মালিকানা সেগুলো দেয়।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে নিকোলাস মাদুরোকে উৎখাত করার তার সিদ্ধান্ত চীনকে তাইওয়ান দখল বা রাশিয়াকে ইউক্রেন নিয়ন্ত্রণের নজির তৈরি করবে এমন আশঙ্কাও ট্রাম্প উড়িয়ে দেন।

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার যৌক্তিকতা দেখাতে গিয়ে ট্রাম্প আবারও তার বিতর্কিত দাবি পুনরাবৃত্তি করেন যে মাদুরো নাকি গ্যাং সদস্যদের যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন।

এটা ছিল সত্যিকারের হুমকি, ট্রাম্প বলেন। তিনি আরও বলেন, ‘চীনে তো মানুষ ঢল নামায়নি। চীনে মাদক ঢোকেনি। আমাদের এখানে যেসব খারাপ জিনিস হয়েছে, সেগুলো সেখানে হয়নি। তাইওয়ানের জেলখানা খুলে লোকজন চীনে ঢুকে পড়েনি।’ তিনি যোগ করেন, ‘রাশিয়াতেও কোনো অপরাধী ঢুকে পড়ছে না।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান দখল করবেন কি না—এ বিষয়ে ট্রাম্প বলেন, তিনি তা বিশ্বাস করেন না। নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, ‘ওটা তার সিদ্ধান্ত, তিনি কী করবেন। তবে আমি তাকে স্পষ্টভাবে জানিয়েছি— তিনি যদি এটা করেন তাহলে আমি খুবই অসন্তুষ্ট হব, এবং আমি মনে করি না তিনি সেটা করবেন। আমি আশা করি তিনি করবেন না।

ট্রাম্প আরও বলেন, ‘হয়তো অন্য কোনো প্রেসিডেন্ট ক্ষমতায় এলে তিনি এটা করতে পারেন, কিন্তু আমি প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি এটা করবেন বলে আমি মনে করি না।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে থাকা শেষ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিটি আগামী মাসে মেয়াদ শেষ হতে যাচ্ছে এ নিয়েও ট্রাম্পকে উদ্বিগ্ন মনে হয়নি।

তিনি বলেন, ‘মেয়াদ শেষ হলে শেষ হবে।’ এরপর যোগ করেন, ‘আমরা আরও ভালো একটি চুক্তি করব।’ ভবিষ্যৎ চুক্তিতে চীনকেও অন্তর্ভুক্ত করা উচিত বলেও তিনি মন্তব্য করেন, ‘সম্ভবত আরও কয়েকজন খেলোয়াড়কেও এতে যুক্ত করা দরকার।’

ট্রাম্পের এই সর্বশেষ সাক্ষাৎকারটি এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন মিনিয়াপোলিসে বুধবার আইসিই-এর গুলিতে এক নারী নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের ভেতরে তীব্র উত্তেজনা ও বিক্ষোভ চলছে, এবং একই সঙ্গে গ্রিনল্যান্ড দখলের সম্ভাবনা নিয়ে ইউরোপীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কও টানাপোড়েনের মধ্যে পড়েছে।