Search
Close this search box.

রাজধানীতে বিজিবির শীতবস্ত্র বিতরণ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

এনামুল হক বিশেষ প্রতিনিধি:– রাজধানীতে দুস্থ ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর নবাবগঞ্জ পার্কের আশপাশের এলাকায় বসবাসরত ৮০০ জন মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর সদর দফতর, ঢাকার সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান। শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি।

এ সময় ঢাকা ব্যাটালিয়নের (২৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম, আইসিটি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুবুর রহমান,শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালের উপ-অধিনায়ক মেজর মো. কামরুল হাসানসহ বিজিবির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে সেক্টর কমান্ডার বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে বিজিবি মানবিক দায়িত্ব পালন করে আসছে। শীতের তীব্রতা বৃদ্ধির কারণে অসহায় মানুষ কষ্ট পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিজিবি সারাদেশে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।