পঞ্চগড় জেলা প্রতিনিধি:- পঞ্চগড়ে শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামা আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় ২৬ জন আহত হয়েছেন।রোববার বিকালে জেলা শহরের শেরে বাংলা পার্ক মোড়ে এ ঘটনা ঘটে।
হাদির হত্যাকারীদের গ্রেপ্তারসহ ৪ দফা দাবিতে এদিন দুপুর সোয়া ২টার দিকে ‘বাংলাদেশপন্থি শিক্ষার্থী’ ব্যানারে বিক্ষোভ মিছিল হয়।
মিছিলের পর মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। প্রায় দুই ঘণ্টার অবরোধে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের উভয় পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন হাজারো মানুষ।
ফজলে রাব্বি বলেন, “আমরা কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেছিলাম। সেনাবাহিনীর সদস্যরা হঠাৎ আমাদের লাঠিচার্জ করেন। আমাদের টেনেহিঁচড়ে সড়ক থেকে বাইরে নেন। আমিসহ ২৫ জন আপাতত হাসপাতালে ভর্তি হয়েছি। আমরা এই ঘটনার উপযুক্ত বিচার চাই।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইদ্রাশিশ সান্যাল বলেন, “আহত হয়ে ২৬ জনের মতো রোগী আসেন হাসপাতালে। এখন পর্যন্ত ১৩ জন ভর্তি আছেন, বাকি ১৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছিন।
পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক বলেন, “দীর্ঘ সময় মহাসড়ক অবরোধ থাকায় আমাদের সদস্যরা আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন; তাদের সড়কের একপাশে গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার কথা বলেন। এ সময় তারা আমাদের সদস্যদের উপর উত্তেজিত হলে এমন পরিস্থিতি তৈরি হয়।
তাদের সরিয়ে দেওয়ার সময় কারো কারো উপর লাঠির আঘাত লাগতে পারে। তবে লাঠিচার্জ করা হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় তাদের নিয়ে আমাদের বসার কথা বলা হয়েছে। তারা কথা বলতে সম্মত হয়েছেন।
পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল আলম বলেন, এ বিষয়ে কোনো আটক বা মামলা নেই।
জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, “সেনাবাহিনী ও আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছি। যেহেতু সেনাবাহিনীর ম্যাজিস্ট্রসি ক্ষমতা আছে, সে ক্ষেত্রে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। এছাড়া বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”
এই ঘটনার প্রতিবাদে ‘পঞ্চগড় জেলার সাধারণ ছাত্রছাত্রী’ ব্যানারে রাত ১০ হতে ১১টা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।





