ইকবাল বরিশাল বিভাগীয় প্রতিনিধি:- বরিশাল কেন্দ্রীয় কারাগারের বাগানে মালির কাজ করছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির নেতা আহসান হাবিব কামাল।
সাবেক মেয়র এর কারাজীবন কাটছে কারাগারের ফুল বাগানের দেখভাল করে। বিষয়টি নিশ্চত করেছে বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার শো শাহ আলম।
প্রসঙ্গত, গত বছরের ৯ই নভেম্বর দুর্নীতি মামলায় ৭ বছরের কারাদণ্ড হয় আহসান হাবিব কামালের।
কামালের সাথে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলামসহ আরও ৫ জনকে এই সশ্রম কারাদণ্ড দেন বিভাগীয় স্পেশাল জজ আদালত।
ওই মামলায় সাবেক মেয়র কামাল ও জাকির হোসেন নামে এক ঠিকাদারকে ১ কোটি টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়। পরদিন ১০ই নভেম্বর থেকেই বরিশাল কেন্দ্রীয় কারাগারে শুরু হয় কামালের কারাজীবন।
কর্তৃপক্ষ তাকে নিযুক্ত করেন ফুলবাগানের মালি হিসাবে। যদিও নিরাপত্তার কারণে তাকে জেলখানার মধ্যে আলাদা একটি সেলে রাখা হয়েছে।
অন্যান্য কয়েদীদের সাথে তাকে রাখা হয়নি।