Search
Close this search box.

কুষ্টিয়া পৌর নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত ২৫

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কে এম শাহীন রেজা :- কুষ্টিয়ার মিরপুর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বি দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন

আহতদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্র জানায়, মিরপুর পৌরসভার ২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী রিপন আলীর সমর্থকরা বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কুরিপোল এলাকায় প্রচারণায় বের হন।একই এলাকায় প্রচারণায় যান প্রতিদ্বন্দ্বি কাউন্সিলর প্রার্থী নজরুল মল্লিকের সমর্থকরা।

প্রার্থী নজরুল মল্লিকের অভিযোগ প্রচারণার নামে আসলে রিপন আলীর সমর্থকরা ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন। তার সমর্থকরা এর প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়।

এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।তারা লাঠি সোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।

পরে শুক্রবার সকাল ৯টার দিকে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ। এতে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়।

এর মধ্যে ইমন (২১), শকিল (২৩), মিলন (৩০), আকমল (৬০), নজরুল ইসলাম মিয়া (৯০), রেজাউল করিম মিয়া (৫৫), আবু তালেব মিয়া (৪৫), গিয়াস উদ্দিন (৩০), তোফায়েল মিয়া (২৫), সুজন (১৮), নবীরুল মল্লিক (৪০), হারুন মল্লিক (৩৫), হোসেন শেখ (৪৫), সোয়াদ হোসেন (৫০), রকি (১৮) ও জমিদ উদ্দিনকে (৪৮) মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তবে প্রার্থী রিপন আলী ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ অস্বীকার করেছেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে।