আন্তর্জাতিক সংবাদ:- পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।
শুক্রবার নাবলুস শহরের কাছে এই সংঘর্ষের ঘটনা ঘটে। রেড ক্রিসেন্টের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।এক বার্তায় সংগঠনটি জানায়, বেইটা ও বায়েত দাজান জেলায় ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ২শ ২৭ জন আহত হয়েছেন।
এ ঘটনার সংবাদ সংগ্রহে যাওয়া এক গণমাধ্যমকর্মীও গুরুতর আহত হয়েছেন।সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে সংঘর্ষের মাত্রা বৃদ্ধি পেয়েছে। অঞ্চলটিতে ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণের প্রতিবাদে শুক্রবার নতুন করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।





