Search
Close this search box.

ল্যাপটপ কিনতে শিশু অপহরণের পর হত্যা, গ্রেপ্তার চার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মনোয়ার হোসেন জেলা প্রতিনিধি:– নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর মধ্যপাড়া এলাকার চাঞ্চল্যকর শিশু ইয়ামিন (৮) হত্যার মূল রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার ও আলামত উদ্ধার করেছে নরসিংদী ডিবি পুলিশ।

শনিবার (৪ ডিসেম্বর) সকালে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, টেলিভিশনে ভারতীয় সিরিয়াল সিআইডি ও ক্রাইম পেট্রোল দেখে উদ্বুদ্ধ হয়ে গেমিং ল্যাপটপ কেনার টাকা জোগাড় করতেই গত ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিন রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর মধ্যপাড়া এলাকার প্রবাসী জামাল মিয়ার শিশু পুত্র ইয়ামিনকে খেলার ছলে অপহরণ করে একই এলাকার সিয়াম উদ্দিন ও পিরিজকান্দি এলাকার রাসেল মিয়া।

পরে তারা ‘ম্যাজিক কল’ অ্যাপের মাধ্যমে নিজেদের মোবাইল নম্বর গোপন করে ইয়ামিনের মা সামসুন্নাহারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। মুক্তিপণের টাকা না পাওয়ায় অপহরণের দিন সন্ধ্যায় হাত-পা বাধা অবস্থায় শিশু ইয়ামিনকে মুখে বালিশ চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করে তারা।হত্যার চারদিন পর হত্যাকারীরা লাশ বস্তাবন্দী করে ডোবার মধ্যে ফেলে রাখে।

এদিকে অপহরণের তিনদিন পর ইয়ামিনের মা কয়েকজনকে সন্দেহ করে রায়পুরা থানায় একটি এজহার দাখিল করেন। এরই সূত্র ধরে রায়পুরা থানা পুলিশের সহায়তায় জেলা গোয়েন্দা সংস্থা আসামিদের গ্রেপ্তার করে স্কচটেপ, দুটি মোবাইল ফোন ও একটি বালিশ আলামত হিসেবে উদ্ধার করে হত্যা রহস্যের জট খোলেন।

এ ঘটনার সাথে সম্পৃক্ত সুজন মিয়া ও কাঞ্চন মিয়া নামে আরো দু’জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এই হত্যাকাণ্ডের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।