Search
Close this search box.

কুয়েট শিক্ষকের মৃত্যু বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৯ ছাত্র বহিষ্কার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

তারেক আজিজ খুলনা বিভাগীয় সংবাদদাতা// খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষকের মৃত্যুর ঘটনায় অসদাচরণের অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেজানসহ ৯ ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সিসিটিভি ফুটেজ দেখে বহিষ্কৃতদের চিহ্নিত করার পর সকালে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শনিবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।এর আগে, কুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্তের জন্য ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মহিউদ্দিন আহমদকে সভাপতি করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

আগামী ১০ দিনের মধ্যে কমিটিকে রিপোট দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।এদিকে শিক্ষক সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় আগামী ১৩ই ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ও ইলেট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বের হচ্ছিলেন অধ্যাপক ড. সেলিম হোসেন।

রাস্তায় কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানের নেতৃত্বে কয়েক শিক্ষার্থী তার পথরোধ করে বিভাগের ভেতরে নিয়ে যায়। সেখানে বাগবিতণ্ডা হয়।পরে বাসায় ফিরে বুকে ব্যথা অনুভব করলে দ্রুত অধ্যাপক ড. সেলিম হোসেনকে কুয়েট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরবর্তীতে কিছু শিক্ষার্থী লাঞ্ছিত করে ও মানসিক চাপ প্রয়োগ করে বলে তার এমন মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে বিভিন্ন মহল থেকে। এরই প্রেক্ষিতে শিক্ষার্থী ও শিক্ষকরা ওই শিক্ষকের এমন মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে শাস্তির দাবিতে প্রতিবাদ করে আসছিল।