কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা।
ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড জানায়, নিয়মিত চিকিৎসার জন্য তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আসেন। তবে, সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন তিনি।
তাই ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড তাকে দেখে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছে।বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ জানান, ওবায়দুল কাদেরের অ্যাজমা এবং হার্টের সমস্যায় ভুগছেন। আগামীকাল তাকে আবার দেখবে মেডিক্যাল বোর্ড। এরপর পরবর্তী আপডেট জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।এর আগে, অসুস্থ বোধ করলে মঙ্গলবার দুপুরে তাকে বিএসএমএমইউ’তে ভর্তি করা হয়।
ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।এদিকে, আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
এছাড়া আওয়ামী লীগের পক্ষ থেকে হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে দর্শনার্থীদের হাসপাতালে না যাওয়ার পরামর্শ দিয়েছে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।এর আগে, গত বছরের ৩১শে জানুয়ারিতে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। আর ২০১৯ সালের ৩রা মার্চ অসুস্থ হয়ে পড়লে তাকে বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়।
সে সময় তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য ৪ঠা মার্চ ওবায়দুল কাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিয়ে ১৫ই মে দেশে ফেরেন।





