Search
Close this search box.

আমন ধান ওঠার পরও কুষ্টিয়ায় চালের মূল্য বৃদ্ধি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। চলছে আমনের ভরা মৌসুম। কুষ্টিয়ায়, অধিকাংশ মাঠ থেকে ধান কেটে তোলা হয়েছে কৃষকের ঘরে।

এই সময় সাধারণত চালের দাম নিম্নমুখী থাকার কথা। কিন্তু, গত এক সপ্তাহ ধরে চালের দাম খুচরা বাজারে বেড়েছে কেজিতে ২ থেকে ৩ টাকা করে। বিক্রেতারা বলছেন, মিলাররা সব রকম চালের দাম বস্তাপ্রতি ১০০-১৫০ টাকা করে বাড়িয়েছে।

যার ফলে তাদেরকে বেশি দামেই চাল কিনে তা আবার বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। এদিকে, ধানের ভরা মৌসুমেও বাজারে চালের দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।এ ব্যাপারে চালকল মালিকরা বলছেন, ডিজেলের দাম বাড়ার কারণে গাড়িতে ধান আনা এবং চাল বাইরে পাঠানো দুটোর খরচই বেড়ে গেছে।

সেই সাথে সব ধরনের ধানের দামও বেড়েছে মণ প্রতি ৫০ থেকে ১শ’ টাকা, তার প্রভাবই পড়ছে চালের বাজারের ওপর।

ধানের দাম না কমা পর্যন্ত চালের দাম কমার কোনো সম্ভাবনা নেই বলেও জানান তারা।কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, জেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে আমনের আবাদ হয়েছে। এ মৌসুমে, মোট ৮৮ হাজার ৮৮২ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করেছেন চাষীরা।