নিজস্ব প্রতিবেদন// মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তির পাশাপাশি সংগঠন বা দলের বিচার করতে সংশোধন হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল আইন–১৯৭৩।
এটি সংশোধন হলে ব্যক্তির পাশাপাশি মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠনগুলোরও বিচারের পথ উন্মুক্ত হবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি আরও জানান, যাচাই-বাছাই শেষে একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের তালিকাও শিগগিরই প্রকাশ করা হবে। রাজনৈতিক বিরোধিতার পাশাপাশি, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র বিরোধিতাও করেছিলো যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত ইসলামী।মুক্তিযোদ্ধাদের ঠেকাতে গড়ে তুলেছিলো সশস্ত্র দল রাজাকার ও আল শামস বাহিনী।
তাদের ছাত্র সংগঠন ছাত্রসংঘের সদস্যদের নিয়ে গড়ে তোলে আল বদর বাহিনী। বিজয়ের মাত্র দুদিন আগে দেশের মেধাবী সন্তান বুদ্ধিজীবীদের হত্যায় মেতে ওঠে বদর বাহিনী। রাজাকার বাহিনীর ভাতা প্রাপ্ত সদস্য সংখ্যা ছিলো অন্তত ৫০ হাজার। বদর বাহিনীর পাঁচ হাজার এবং আল শাসম বাহিনীর সদস্য ছিলো তিন হাজার।
মুক্তিযুদ্ধে বিজয়ের পর শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকসহ নানা পেশায় জড়িত দেশের সূর্য সন্তানদের মরদেহ মেলে রায়ের বাজার ও মিরপুরের বদ্ধভূমিতে। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে চৌধুরী মুইনু্দ্দিন,আশরাফুজ্জামান ও আলি আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় হয়। কিন্তু স্বাধীনতা বিরোধী সংগঠনগুলোর বিচার হয়নি।
আইন সংশোধনের মাধ্যমে এবার সেই পথ খুলবে বলে একাত্তর টিভিকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি আরো জানান, বদর নেতা চৌধুরী মুইনুদ্দিন ও আশারাফুজ্জামান যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে আছেন।
তাদের ফিরিয়ে দিতে দুই দেশকে অনুরোধ করেছে বাংলাদেশ। এখন পর্যন্ত বুদ্ধিজীবী হিসেবে ১৯১ জনের নামের তালিকা প্রকাশ করেছে সরকার। যাচাই বাছাই শেষে আরও তালিকা প্রকাশ করা হবে।





