Search
Close this search box.

দুই মোটরসাইকেলের সংঘর্ষ, বাসচাপায় মারা গেল একজন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

জহুরুল আলম তাঁরা চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি// চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের সময় বিপরীত দিক থেকে আসা বাসের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি আটক করেছে দর্শনা থানা পুলিশ। নিহত কামরুল ইসলাম (৪০) যশোর জেলা সদরের নাজিরশংকরপুর গ্রামের মৃত নোয়াজের আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, মঙ্গলবার দুপুরে কামরুল ইসলাম মোটরসাইকেলযোগে জীবননগর থেকে দর্শনার দিকে যাচ্ছিলেন। এ সময় একই দিক থেকে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে এটির সংঘর্ষ হয়। দুটি মোটরসাইকেলের সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে তারা।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেল দুটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী কামরুল ইসলাম নিহত হন।দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবির জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

তবে বাসের চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।