Search
Close this search box.

চুয়াডাঙ্গায় যৌতুকের দাবিতে দুই গৃহবধূকে হত্যা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

জহুরুল ইসলাম তাঁরা চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি// চুয়াডাঙ্গার দামুড়হুদায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।শুক্রবার সকালে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

যৌতুকের দাবিতে দুই সন্তানের মা সুফিয়া খাতুনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ওঠে স্বামী জাকিরুল ইসলামের বিরুদ্ধে।স্থানীয়রা জানান, প্রায় ১৮ বছর আগে জুড়ানপুর গ্রামের মাদরাসাপাড়ার নিজাম উদ্দিনের ছেলে জাকিরুল ইসলামের সঙ্গে একই গ্রামের মসজিদপাড়ার ইসলাম আলীর মেয়ে সুফিয়া খাতুনের বিয়ে হয়।

তাদের এক ছেলে ও এক মেয়েও রয়েছে।বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবি করে আসছিলেন জাকিরুল। কয়েকবার মোটা অঙ্কের টাকা দেওয়ার পরও আরও টাকা দাবি করে আসছিলেন তিনি। এ ঘটনায় তার স্বামী জাকিরুল ইসলামকে আটক করা হয়।নিহতের পরিবারের দাবি, তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।এদিকে, সদর উপজেলার বলদিয়া গ্রামে ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ মনিকা খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, বলদিয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে ওমর ফারুক আশিকের সাথে দেড় বছর আগে বিয়ে হয় জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের মমিনের ছেলে মনিকা খাতুনের। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের দাবীতে মারধর করে আসছিল স্বামী ও স্বামীর স্বজনরা।

এরইমধ্যে মনিকা অন্তঃসত্ত্বা হয়। তবুও তার উপর নির্যাতন চলতে থাকে। এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে নিজ ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ দেখতে পায়।মনিকার পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।

পরে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।পুলিশ জানায়, ওই দুই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।