Search
Close this search box.

পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিবেশ দূষণ: সাভারে ৭ ট্যানারির পানি-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

সাথী খাতুন স্টাফ রিপোর্টার:- সাভার চামড়া শিল্পনগরীতে অভিযান চালিয়ে ৭টি ট্যানারির পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলি রাজিব মাহমুদ মিঠুন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সাভার চামড়া শিল্প নগরীতে এই অভিযান পরিচালনা করে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াৎ মাহমুদ জানান, হাইকোর্টের নির্দেশনা অমান্য করে যে সকল ট্যানারী তরল বর্জ্য ও দূষিত পানি নির্গত করে পরিবেশের ক্ষতি করছে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সাভার চামড়া শিল্প নগরীতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ৭টি ট্যানারীর বিরুদ্ধে অবৈধভাবে তরল বর্জ্য দিয়ে পরিবেশ দূষণের সত্যতা পাওয়ায় ওই ৭টি কারখানার বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।