Search
Close this search box.

দৌলতপুরে বঙ্গবন্ধু‘র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামলীগ সহ বিভিন্ন সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার (১৭মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী যুবলীগসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুল্লাহ্ এর সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেসময় সকল দপ্তরের সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতার মধ্যদিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করা হয়। ছবির ক্যাপশন: বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন।