মানিক কুমার স্টাফ রিপোর্টার:- করণা পরিস্থিতিতে গণপরিবহনের বর্ধিত ভাড়া 60% ভাড়া প্রত্যাহার এবং যাত্রী পরিবহনের স্বাভাবিক করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা।
বুধবার 19 আগস্ট বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু কর্তৃপক্ষ বিআরটিএ ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে প্রস্তাব দেয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয় সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান বিআরটিএ কর্তৃপক্ষ।
করণা বিস্তাররোধে ২৫ শে মার্চ থেকে ৬৮ দিন বন্ধ ছিল গণপরিবহন পরে পহেলা জুন থেকে অর্ধেক আসন খালি রাখা স্বাস্থ্যবিধি মানে সহ ১১ টি শর্ত গণপরিবহন চালুর অনুমতি দেয় সরকার সেই সময় মালিকরা ভাড়া দ্বিগুণ করার দাবি জানালেও শেষ পর্যন্ত সরকার কর্তৃক ৬০% ভাড়া বৃদ্ধির প্রস্তাব পাস করেনগণপরিবহনে স্বাস্থ্যবিধি ও নিয়ম মানা হচ্ছে না জানিয়ে ১০ ই আগস্ট আবারো কঠোর কঠোরতা জারি করে বিআরটিএ ।এরপরে কিছুটা উন্নতি হয় বুধবার বিকেলে সড়ক পরিবহন সেতু কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেন তারা ।
বাস্তবে দেখা যায় যাত্রীবেশী পেলেই ভাঙ্গা হচ্ছে নিয়ম নিয়ম ভাড়া ৬০ শতাংশের বেশি নেয়া হচ্ছে।