বেলায়েত সাভার উপজেলা প্রতিনিধি(ঢাকা):- সাভারের আশুলিয়ায় একটি খামারে কোটি টাকার মাছ মরে ভেসে ওঠেছে। খামারের মালিকের অভিযোগ, বিষ দিয়ে মারা হয়েছে প্রায় কোটি টাকার মাছ। আশুলিয়ার জিরাবো এলাকায় “প্রাণ প্রকৃতি এগ্রো” মাছের খামারে এ ঘটনা ঘটে।
তবে পানিতে নয়, খাবারে বিষক্রিয়ায মাছগুলো মারা গেছে, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে এমন ধারণা উপজেলা মৎস্য কর্মকর্তার। এছাড়া, এসব মাছ খাওয়া থেকে বিরত থাকা ও মাটিতে পুতে ফেলার পরামর্শ দেন তিনি। তবে ল্যাব পরীক্ষার পরই বিষয়গুলো আরও নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি। খামার মালিক জানান, বৃহস্পতিবার হঠাৎ মাছ গুলো মরে পানিতে ভেসে ওঠে। ষড়যন্ত্রমূলকভাবে দুর্বৃত্তরা এই কাজ করেছে বলে দাবি মালিকের। সাভারের সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হারুন-অর রশিদ জানান, ‘এই মাছ যদি বিষ প্রয়োগে মারা হয়ে থাকে এবং এই মাছ যদি কেউ খায় তবে সেও আক্রা্ন্ত হবে।