কামরুজ্জামান সজীব :- ইংল্যান্ড সফরে পাকিস্তান দলে যুক্ত হতে পারেন পেসার মোহাম্মদ আমির। সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে পুরো সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজে দেখা যেতে পারে তাকে।গেল শুক্রবার দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন আমির। নির্ধারিত সময়ের আগেই সন্তান ভূমিষ্ঠ হওয়ায় ইংল্যান্ড সফরে যেতে বাঁধা নেই তার। ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন এই পেসার।ইংল্যান্ড সফরের স্কোয়াডে থাকা পেসার হারিস রউফ একাধিকবার করোনা পজিটিভ হয়েছেন। ডানহাতি এই পেসারের বদলি হিসেবেই আমিরকে নেয়া হতে পারে বলে জানা গেছে। তবে ইংল্যান্ড সফরে যেতে আমিরকেও করোনা পরীক্ষার আওতায় আনা হতে পারে। ফলাফল নেগেটিভ এলে তবেই যেতে পারবেন তিনি।গত বছর নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে শেষবারের মতো দেশের হয়ে মাঠে নেমেছিলেন এই পেসার।
