রিকো দিনাজপুর জেলা প্রতিনিধি:- ঘোড়াঘাট উপজেলা নির্বাহি কর্মকর্তা ওয়াহিদা খনম ও তার বাবার ওপর হামলা ঘটনায় আটক জাহাঙ্গীর উপজেলা যুবলীগের আহ্বায়ক।
দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা নিবার্হী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলায় দুই জনকে আটক করেছে Rab ও পুলিশের যৌথ টিম। আটক দুইজন একজন হলেন উপজেলার রানীগঞ্জ কষিগাড়ি এলাকার আবুল কালামের ছেলের জাহাঙ্গীর হোসেন। অন্যজন হামলার ঘটনায় মামলার প্রধান আসামি উপরের আমজাদ হোসেনের ছেলে আসাদুল হক। আটক জাহাঙ্গীর ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক ২০১৭ সাল থেকে তিনি উপজেলা যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ।ঘোড়াঘাট থানা পুলিশ সূত্র জানায়, মাদক সেবনকারী ও ব্যবসায়ী ক জাহাঙ্গীর নামে পৌর মেয়রকে হত্যাচেষ্টা জমিজমা দখল চাঁদাবাজি সহ তিনটি মামলা আসামের তিনি। এছাড়া জাহাঙ্গীর এর বিরুদ্ধে দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্যকে শিবলী সাদিক হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে । আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে গোপন তথ্য ভিত্তিতে পুলিশ ও Rab যৌথ একটি দল জাহাঙ্গীরকে নিজ বাসা থেকে আটক করে। ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনা দায়ের করা মামলার প্রধান আসামি আসাদুল কে হাকিমপুর উপজেলা কালীগঞ্জ এলাকায় বোনের বাসা থেকে আটক করা হয়।
প্রসঙ্গ, গত বুধবার রাত তিনটার দিকে ঘোড়াঘাট উপজেলা পরিষদের ইউ এন ও সরকারি বাসভবনে পায়খানা ভেন্টিলেটার দিয়ে বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের উপর হামলা চালায়। তার বাসভবনে প্রথমে তাদের শোয়ার রুম এ ঢুকে ঢোকার পরে এলোপাতাড়ি মারতে থাকে পরের মেয়ের চিৎকারে বাবা এগিয়ে আসে হাতুড়ি দিয়ে পিটানো হয় ওমর আলীকে। অজ্ঞান হয়ে পড়ে যান ওয়াহিদা। অন্য বেডে পাশে থাকা তিন বছরের শিশু পুত্রের আর্তনাদে নাইটগার্ড বেড় হওয়ার চেষ্টা করলে দেখা ভিতরে দরজায় তালা দেওয়া। এরপর তার চিৎকারে পাশের ভবনে অবস্থিত বিভিন্ন অফিসের লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গুরুতর আহত ওয়াহিদা খানকে রংপুর হাসপাতালে ভর্তি করে আইসিইউতে নেয়া হয়। আর তার বাবাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।তবে অবস্থা আশঙ্কাজনক মনে হলে গত বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এসে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর রাতেই তার অস্ত্রোপচার করে মস্তিষ্কে ঢুকে যাওয়া হাড় বের করা হয় । এ ঘটনায় বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা আসামি করে হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করে ইউএনও ভাই শেখ ফরিদ । হামলার রহস্য উদঘাটনে থানা পুলিশ ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থা অভিমান চালিয়ে যাচ্ছে।