অনলাইন ডেস্ক:- বিতর্কিত রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারতের অযোধ্যা। সাজ সাজ রব বিরাজ করছে পুরো অযোধ্যায়।
ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য আজ স্থানীয় সময় বেলা ১১টায় অযোধ্যা পৌঁছবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।।
প্রথমে বিমানে দিল্লি থেকে লখনউ নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে হেলিকপ্টারে অযোধ্যা যাবেন। প্রথমে হনুমানগাঢ়হি মন্দিরে পুজো দেবেন। তারপর রামলালার মন্দিরে পুজো দেখতে যাবেন। সকাল থেকেই রামমন্দির নির্মাণের ভূমিপুজো চলছে।

চল্লিশ কেজি রুপার ইট দ্বারা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
২০১৯ সালের নভেম্বরে বিতর্কিত এই জমি মামলার মালিকানা মন্দির ট্রাস্টকে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। তাই এবার মন্দির তৈরিতে ও ভূমিপুজো উদযাপনে গোটা অযোধ্যা শহরকে গোলাপী-সবুজ আলোতে সাজিয়ে তুলেছে উত্তর প্রদেশ সরকার।