লিমন মিয়া :- কিশোরীকে একা পেয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাঁটাবাড়ী এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রবিবার রাতে কাঁটাবাড়ীতে ভুক্তভোগী কিশোরী তার ভাইয়ের বাসায় টিভি দেখছিলো। এ সময় রাজমিস্ত্রী মোশারফ, ওই কিশোরীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে।
তখন কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা এসে মোশারফকে আটক করে পুলিশে দেয়।