মোঃ রানা ইসলাম, স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলার করোনা আক্রান্ত হয়ে সুশান্ত কুমার সরকার (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার সময় উপজেলার আল্লারদর্গা হলুদবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। সে একই এলাকার মৃত ননী গোপাল সরকারের ছেলে। শুক্রবার রাতে কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে করোনা পজেটিভ রিপোর্ট আসার পর তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাতে হঠাৎই শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় চিকিৎসা কেন্দ্রে যাওয়ার আগেই সুশান্ত কুমার সরকারের মৃত্যু হয়।এনিয়ে কুষ্টিয়া জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৫জনে। মৃত সুশান্ত কুমার সরকার আল্লারদর্গা বাজারে মোটরসাইকেল মেকানিক হিসেবে কর্মরত ছিলেন। রবিবার সকালে ভেড়ামারা শ্মশান ঘাটে করোনা স্বাস্থ্য বিধি মেনে মৃত সুশান্ত কুমার সরকারের সৎকার করা হয়।
