কে এম শাহীন রেজা :- কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস চিনিকল সড়ক ফুড গোডাউনের পাশে অবস্থিত ‘অহনা’ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি নামে একটি ভুঁইফোড় প্রতিষ্ঠান গড়ে তুলেছেন উক্ত এলাকার স্থায়ী বাসিন্দা নুরুজ্জামান। সম্প্রতি উক্ত স্থানে এই নুরুজ্জামান নামের এই ব্যক্তিটি উক্ত স্থানে প্রতিষ্ঠানটি গড়ে তুলে প্রায় দুই শতাধিক সদস্য তৈরি করে তাদের কাছ থেকে প্রতিনিয়ত মাসিক সঞ্চয় আদায় করছেন তার তিনজন মহিলা কর্মীকে দিয়ে। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পেরিয়ে গেলে তাদেরকে ঋণ প্রদানের নিয়ম থাকলেও উক্ত নুরুজ্জামান মাসের পর মাস তাদেরকে ঘোরাচ্ছেন বলে ভুক্তভোগীরা প্রতিবেদককে জানান। গত ৫ এপ্রিল সোমবার দুপুরে সকল সদস্যরা তার সমবায় অফিস ঘেরাও করে এক বিশৃংখলা সৃষ্টি হয় বিষয়টি প্রতিবেদকদের কানে আসলে তারা ছুটে যাই সেখানে। সকল ভুক্তভোগী সদস্যরা মালিক ও কর্মচারীদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।এ বিষয়ে ভুক্তভোগী প্রায় ৫০ জন সদস্যদের কাছ থেকে জানা গেছে, অহনা সমবায় সমিতি আমাদের কাছ থেকে এগারো শত টাকা করে সঞ্চয় নিয়েছে। সঞ্চয় গ্রহণের এক সপ্তাহ পর আমাদেরকে ১ সপ্তাহের মধ্যে ঋণ দেওয়ার কথা থাকলেও সমিতির মালিক নুরুজ্জামান আমাদেরকে মাসের-পর-মাস ঘোরাচ্ছেন।এ বিষয়ে নুরুজ্জামানের সাথে তার অফিসে ভিডিও ফুটেজের সম্মুখে বসে সরাসরি কথা হলে, তিনি প্রতিবেদককে বলেন, আমি এ পর্যন্ত ৬০ জন সদস্যকে ঋণ দিয়েছি অবশিষ্ট আরো কিছু সদস্যদেরকে ঋণ দিতে পারছিনা, তার কারণ আমি অন্য একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়ে তাদেরকে দিব কিন্তু আমি ওখান থেকে কোন অর্থ না পাওয়ায় তাদেরকে দিতে পারছিনা বলে অকপটে তিনি স্বীকার করলেন। কথার ফাঁকে তিনি প্রতিবেদককে একটি কথা বলেন যে, আমি ডিসি কোর্টে সরকারি চাকরি করি পরবর্তীতে সন্ধ্যার দিকে তাঁর মুঠোফোনে ফোন দিয়ে কোন দপ্তরে চাকরি করেন তা জানতে চাইলে তিনি কথাটি এড়িয়ে যান। পরবর্তীতে তার বিরুদ্ধে খোঁজ নিয়ে দেখা গেছে তিনি ডিসি কোটের মধ্যে দালালি করেন। তিনি কথায় কথায় একটি কথাই বলেন আমি রাজনীতি করি অমক লিডার, তমক লিডার এরা আমার বন্ধু। আমি লীগের রাজনীতি করি অথচ খোঁজ নিয়ে গেল দেখা গেছে উক্ত এলাকার মধ্যে তিনি আসলে একজন বড় মাপের প্রতারক। দলীয় রাজনীতির নাম ক্ষুন্ন করে তিনি এলাকার সাধারণ মানুষকে ধোকা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। অন্যদিকে নিউজ বন্ধের জন্য বিভিন্ন ব্যক্তিদেরকে দিয়ে তদবির করে বেড়াচ্ছেন এবং হুমকি দিচ্ছেন বিভিন্ন মহলকে দিয়ে।তার বিষয়টি নিয়ে চৌড়হাস ১৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবুর মুঠোফোনে তার বিষয়ে কথা হলে তিনি বলেন, আমার ১৯ নম্বর ওয়ার্ডে কোন সুদেল ব্যবসায়ী থাকতে পারবে না আপনারা তাদের বিরুদ্ধে সোচ্চার হন এবং নিউজ প্রকাশ করতে থাকেন আমার দিক থেকে কোন সমস্যা নাই। অন্যদিকে কুষ্টিয়া জেলা সমবায় অফিসার মোঃ মিজানুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই।
