কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ফরিদুল ইসলাম ফরিদ দৌলতপুর উপজেলা প্রতিনিধি:- কুষ্টিয়া জেলা শাখা। আজ রবিবার কুষ্টিয়ার দৌলতপুরে বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগ- কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধা নিবেদন।ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগ কুষ্টিয়া জেলা শাখা। আজ রবিবার কুষ্টিয়ার দৌলতপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ আতিকুর রহমান নয়ন ও তার নেতৃত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ। এসময় স্বাধীনতা প্রজন্মলীগ এর জেলা শাখার সভাপতি মোঃ আতিকুর রহমান নয়ন সকলের উদ্দেশ্যে বলেন- বাঙালি জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে আজকের এই দিনটি। ৫০ বছর আগের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে গর্জে উঠেছিল উত্তাল জনস্রোত। লক্ষ লক্ষ মানুষের গগনবিদারী স্লোগানের উদ্দামতায় মাতাল হাওয়ায় সেদিন পত পত করে উড়েছিলো বাংলাদেশের মানচিত্র খচিত লাল-সবুজের পতাকা। মূলত জাতির জনক বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়েই সূচনা হয়েছিলো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের।”৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়ে ইউনেসকো এ ভাষণকে ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রার’ (এমওডব্লিউ) তালিকাভুক্ত করেছে। এমওডব্লিউতে এটিই প্রথম কোনো বাংলাদেশি দলিল, যা আনুষ্ঠানিক ও স্থায়ীভাবে সংরক্ষিত হবে।