নিজস্ব প্রতিবেদক:- কুষ্টিয়ার শহরতলীর কুমারগাড়ায় অবস্থিত বিএটিবির গেটে কাটা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে । শ্রমিকের নাম ওলী হোসেন সে যশোর সদর থানার এলাকার আব্দুল আজীজ সর্দারের পুত্র। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার দুপুর ১২ টায় ।
জানা যায়, তামাক (সিগারেট) উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএটিবির মূল ফটক অটো বিদ্যুৎ এ চালিত এই গেট খোলা এবং বন্ধ করার জন্য একাধিক কর্মী নিয়োজিত রয়েছে ।
যশোর থেকে মাল নিতে আসা একটি ট্রাকের শ্রমিক ওলী হোসেন গেট পার হওয়ার সময় অটো গেটে আটকিয়ে যায়, এবং তিনি এতে মারাত্মক আহত হন । হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয় ।
এ ব্যাপারে বিএটিবির ক্লান্ট ম্যানেজার এস এ আলম এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত ব্যক্তি তাদের কারখানার শ্রমিক নন ।
কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, ঐ ব্যক্তি ঘটনাস্থলে আহত হয় পরবর্তীতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাকে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।