কুষ্টিয়ায় ডোবার পাড় ভেঙে মৃত্যু হল আরজিনার

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কে এম শাহীন রেজা কুষ্টিয়া :- কুষ্টিয়ায় ডোবায় ঘর নিকানোর মাটি সংগ্রহ করতে গিয়ে মাটি চাপা পড়ে আরজিনা খাতুন (৫৫) নামে এক নারী মারা গেছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে শহরের চর মিলপাড়া শ্বশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।এলাকাবাসি জানায়, কুষ্টিয়া শহরের চর মিলপাড়া এলাকায় রেলওয়ের জায়গা থেকে মাটি কেটে পার্কের কাজে ব্যবহার করে আসছিল কুষ্টিয়া জেলা পরিষদ কর্তৃপক্ষ। এর ফলে সেখানে একটি বড় ডোবার সৃষ্টি হয়। সকালে ঘর নিকানোর জন্য ওই ডোবা থেকে মাটি সংগ্রহ যান আরজিনা খাতুন।এ সময় ডোবার ভেতর থেকে মাটি কাটতে থাকা অবস্থায় উপরের পাড় ভেঙে তার শরীরের ওপর পড়ে। তাৎক্ষণিকভাবে এলাকবাসি মাটির নিচ থেকে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিযে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরজিনার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।