নিজস্ব প্রতিবেদক।। কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির উদ্যোগে আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। সকালে কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ, দুপুরে কেপিসির সাংবাদিক ফারুক আহমেদ পিনু মিলনায়তনে আলোচনা সভা ও খাদ্য বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সহ সভাপতি জামিল হাসান খান খোকন, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সম্পাদক শেখ হাসান বেলাল, সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন শ্যামলী, কোষাধ্যক্ষ মিলন উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান, দপ্তর সম্পাদক নাহিদ হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক ইমরান হাসান পাপ্পু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, ইসমাইল হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে এদেশের উন্নয়ন অগ্রগতিকে হত্যা করা হয়। হত্যা করা হয় মুক্তিযুদ্ধের চেতনাকে। বঙ্গবন্ধুহত্যা এ যেন নিহত বাংলাদেশ।