লিমন মিয়া:- ভারি বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রাম, শেরপুর ও লালমনিরহাটে আবারও বন্যা দেখা দিয়েছে। নিচু এলাকা ও চরাঞ্চল প্লাবিত হওয়ায় তলিয়ে গেছে আমনসহ বিভিন্ন ফসলের ক্ষেত।
কুড়িগ্রামে ধরলার পানি সেতু পয়েন্টে বিপৎসীমার ওপরে। ব্রহ্মপুত্র, তিস্তাসহ অন্যান্য নদ-নদীর ২৫টি পয়েন্টে নদী ভাঙন শুরু হয়েছে। জিও ব্যাগ ও বালির বস্তা ফেলে ভাঙন এড়ানোর চেষ্টা চলছে।
লালমনিরহাটে তিস্তার পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি প্রায় এক হাজার পরিবার। ভাঙনের কবলে নিঃস্ব আদিতমারী উপজেলার মহিষখোঁচার চৌরাহা বালাপাড়া গ্রামের শতাধিক পরিবার।
এদিকে, শেরপুরের ঝিনাইগাতীতে মহারশী নদীর রামেরকুড়া পয়েন্টে বাঁধ ভেঙে উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন সরকারি দপ্তরে পানি ঢুকেছে। চেল্লাখালী নদীর ঢলে নালিতাবাড়ী শহর রক্ষা বাঁধের প্রায় ১০মিটার ভেঙে গেছে। তলিয়ে গেছে (আট নম্বর ওয়ার্ডের) বিভিন্ন এলাকা।