খোকসায় পৌরভবন নির্মাণ ছাড়া দৃশ্যমান আর কোনো কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- খোকসায় নতুন পৌরভবন নির্মাণ ছাড়া দৃশ্যমান আর কোনো কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। অপরিকল্পিত ড্রেন ও সড়ক নির্মাণের ফলে দুর্ভোগে পড়েছেন নাগরিকরা।

মেয়রের বিরুদ্ধে নাগরিকদের আছে নানা অভিযোগ। সুষ্ঠু ভোট হবে কি-না তা নিয়েও সন্দিহান ভোটররা। তবে আবারো নানা উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে প্রচারণায় মেয়র প্রার্থীরা।

কুষ্টিয়া জেলার খোকসা পৌরসভার ৯টির মধ্যে বেশিরভাগ ওয়ার্ডই নানা সমস্যায় জর্জরিত। জলাবদ্ধতা, সরু রাস্তা আর অপিরিকল্পিত ড্রেন নির্মাণে- আরো বেড়েছে নাগরিক দুর্ভোগ।

আর এসবের জন্য নাগরিকরা দুষছেন বর্তমান মেয়র তারিকুল ইসলামকে।পৌর নাগরিকরা জানান, আমরা যে পানিতে হাবুডুবু খাচ্ছি কয়েকটা পরিবার এটা তো কেউ দেখেনা। বৃষ্টি হলেই রোডটা ভরে যায় ময়লা পানিতে।

সুপেয় পানির কোনো ব্যবস্থা নেই পৌর এলাকায়। এছাড়া নেই সড়ক বাতি। আসন্ন ভোট নিয়েও আছে নানা শঙ্কা। প্রতিশ্রুতি শেষ নেই।

প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন পান উপজেলার যুগ্ম সম্পাদক আল মাছুম মুর্শেদ শান্ত। তবে একদিন পরেই তার মনোনয়ন বাতিল করে কেন্দ্র, মনোনীত হন বর্তমান মেয়র তারিকুল।

খোকসা পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী তারিকুল ইসলাম বলেন, ‘নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়নসহ এক কথায় একটি আধুনিক পৌরসভা ও শান্তির শহর পৌরবাসীকে আমি উপহার দিতে চাই।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা যা করণীয় সব করা হবে বলে জানান কুষ্টিয়ার রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আবু আনসার। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে ইভিএম সংক্রান্ত যাবতীয় বিষয় আমরা সাধারণ জনগণকে জানিয়ে দিবো।

আমাদের সর্বোচ্চ প্রয়াস থাকবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা।আগামী ২৮ ডিসেম্বর খোকসা পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।