গৃহকর্মীকে সুরক্ষা দিতে না পারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ক্ষতিপূরণের নির্দেশ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার:- গৃহকর্মী খাদিজাকে নির্যাতনের ঘটনায় মিরপুর থানা সুরক্ষা দিতে না পারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ।

২০১৩ সালে মিরপুরে নির্যাতিত শিশু গৃহকর্মী খাদিজাকে মিরপুর থানা পুলিশ সুরক্ষা না দেয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ৫০ হাজার টাকা সহযোগিতা দেয়ার নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। জাতীয় মানবাধিকার কমিশন ফুল বেঞ্চে শুনানিতে  খাদিজার নির্যাতনের ঘটনা প্রমাণিত হয়েছে।  এ সময় তিনটি সুপারিশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

মিরপুর থানা মামলা না নিয়ে খাদিজার আইনের আশ্রয় লাভের অধিকার লঙ্ঘন করেছে একই সাথে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। খাদিজার মানবাধিকার রক্ষা না হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

পিরোজপুরের ভান্ডারিয়া থানা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এই টাকা পরিশোধ করতে বলা হয়েছে। তিন মাসের মধ্যে উপযুক্ত সুপারিশ বাস্তবায়ন করে কমিশনকে অবহিত করতে বলা হয়েছে। এর আগে, খাদিজার ঘটনায় মানবাধিকার কমিশন ব্যর্থ বলে রায় দিয়েছিলো হাইকোর্ট।

খাদিজার ওপর নির্যাতনের পর জাতীয় মানবাধিকার কমিশনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি জানিয়ে যথাযথ প্রতিকার চেয়ে আবেদন করেছিল চিলড্রেন চ্যারিটি ফাউন্ডেশন বাংলাদেশ (সিসিবি)। কোনো প্রতিকার না পেয়ে ২০১৮ সালে সংগঠনটির পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়। রিটের পর চলতি বছরের জুনে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায় প্রকাশের ৬০ দিনের মধ্যে শুনানি  করে প্রতিকারের নির্দেশ দেয়া হয়।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে একটি জাতীয় দৈনিকে ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবসেও গৃহকর্মী নির্যাতন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত ওই সংবাদ থেকে জানা যায়, মিরপুরে গৃহকর্তা কর্তৃক নির্মম নির্যাতনের শিকার খাদিজাকে পুলিশ শরীরের বিভিন্ন স্থানে জখমসহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঢাকা মেডিক্যালে বোর্ড গঠন করে দু’সপ্তাহেরও বেশি সময় ধরে খাদিজাকে চিকিৎসা দেয়া হয়।

খাদিজার শরীরে একাধিক মারধরের চিহ্নসহ দীর্ঘদিন অপুষ্টিতে ভোগার আলামত পাওয়া যায়। কিন্তু মিরপুর থানা পুলিশ খাদিজাকে নির্যাতনের বিষয়ে কোনও মামলা দায়ের করেনি।