জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ইয়োশিহিদে সুগা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

অনলাইন ডেস্ক:- জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ইয়োশিহিদে সুগা। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি তাকে দলের নতুন নেতা হিসেবে নির্বাচিত করায় তার প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারটি এখন অনেকটাই নিশ্চিত।

শিনজো আবের অর্থনীতি ও পররাষ্ট্রনীতি অনুসরণ করার ঘোষণা দিয়ে ৭১ বছর বয়সী ইয়োশিহিদে সুগা আগে থেকেই নির্বাচনি দৌড়ে এগিয়ে ছিলেন।

আজ সোমবার ৫৩৪ আইনপ্রণেতা ও আঞ্চলিক প্রতিনিধির মধ্যে ৩৭৭ জনই সুগাকে ভোট দেন। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা।

বুধবার পার্লামেন্টে চূড়ান্ত ভোটের পর প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করা হবে। নির্বাচিত হলে সুগা ২০২১ সালের সেপ্টেম্বরে জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

গত মাসে আট বছর দায়িত্ব পালনের পর শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শিনজো আবে।