কামরুজ্জামান সজিব ঝিনাইদহ জেলা প্রতিনিধি:- বৃহঃবার সন্ধায় মহেশপুর থানার পুলিশ টিমের বিশেষ অভিযান পরিচালনাকালে মহেশপুর থানাধীন শ্যামকুড় খোদা বন্দেপাড়া হতে মোঃহাফিজুল ইসলাম (32)নামের এক মাদক ব্যাবসায়ী কে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
থানাসূত্রে প্রকাশ- মোঃ বকু(৭০) পিতা- মৃত: বাহাউদ্দীন হাজী এর পুকুরের উত্তর পাশে কাঁচা রাস্তার উপর হইতে ৬০ (ষাট) বোতল ফেনসিডিল এবং ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা সহ আসামী মোঃ হাফিজুল ইসলাম কে আটক করাহয়।জানাগেছে মাদক ব্যাবসায়ী হাফজুল একই এলাকার খোদাবন্দে পাড়ার- মোঃনজরুল ইসলামের পুত্র।এলাবাসী জানান-আটককৃত হাফিজুল দির্ঘদিন যাবৎ নীজ এলাকায় ফেন্সিডিল ও গাঁজার রমরমা ব্যাবসা করেআসছিলো।
হাফিজুল ওরফে মাদকসম্রাট নামেই সে এলাকায় বেশী পরিচিত বলে জানিয়েছেন এলাকাবাসী।মাদকসম্রাট হাফিজুল, পুলিশের হাতে আটক হওয়াতে সন্তোস প্রকাশ করেছেন এলাবাসী ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ।
আটকৃত হাফিজুলের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করাহয়েছে।
