নিজস্ব প্রতিবেদক:- লকডাউন মধ্যে প্রবাসী শ্রমিকদের নিয়ে আল জাজিরা তে সাক্ষাৎকার দেয়া বাংলাদেশী নাগরিক রায়হান কোভিদ কে শুক্রবার রাতে মালয়েশিয়া থেকে দেশে পাঠিয়ে দিচ্ছে।
মালয়েশিয়ার অভিবাস কর্তৃপক্ষ বলেছে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আজ রাতে বাংলাদেশের ফেরত পাঠানো হবে রায়হানকে ।২৪ জুলাই গ্রেফতার করা হয় রায়হানকে। মালয়েশিয়া সরকার ওই প্রতিবেদনে অভিযোগ অস্বীকার করে, এবং রায়হানের ওয়ার্ক পারমিট বাতিল করে ।পরে তাকে কুয়ালালামপুর থেকে গ্রেফতার করে ।
পরে ১৪ দিনের জন্য মালয়েশিয়ার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য । জিজ্ঞাসাবাদ শেষে দেশটির পুলিশ তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করেনি ।