আন্তর্জাতিক ডেস্ক:- ট্রাম্পের অভিবাসন আইন সংস্কারে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ইঙ্গিত পেয়ে।
লক্ষ লক্ষ মধ্য আমেরিকান অভিবাসনপ্রত্যাশীরা, যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছেন।নানা বাধা পেরিয়ে গুয়েতেমালা-মেক্সিকো সীমান্তে ভিড় জমিয়েছেন তারা।
এই অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই আসছেন হুন্ডুরাস ও গুয়াতেমালা থেকে।যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে গুয়াতেমালা থেকে যাত্রা শুরু করে কয়েক হাজার অভিবাসন প্রত্যাশী সীমান্ত বরাবর হেঁটে গত বরিবার মেক্সিকোয় পৌঁছেন।
এদের বেশিরভাগই এসেছেন হুন্ডুরাস ও গুয়াতেমালা থেকে।এই জনস্রোত ঠেকাতে মেক্সিকোর কয়েকশ’ দাঙ্গাপুলিশ মূল সড়কে অবস্থান নিলেও তাদের ঠেকাতে পারেনি। এদের মধ্যে শিশু ও অন্তসত্ত্বা নারীও রয়েছে।
যুক্তরাষ্ট্রে প্রবেশের উদ্দেশ্যে পর্যাপ্ত খাবার, পানির সংকট ছাড়াও করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেই মেক্সিকো সীমান্তে অবস্থান করছেন তারা।
তারা সীমান্তুরক্ষী বাহিনীর কড়া নজরদারির মধ্য দিয়ে নানা কৌঁশলে মেক্সিকোয় প্রবেশ করলেও স্থানীয় মেক্সিকানরাই এদের খাবার পানি ও কাপড় দিয়ে সাহায্য করেন।
মেক্সিকো সরকার- অভিবাসনপ্রত্যাশীদের আটকাতে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্ত বন্ধ করে দেয়ারও হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর দায়িত্বের প্রথম দিনেই কয়েকটি ঘোষণা দেবেন।
এগুলোর মধ্যে সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পাশাপাশি অভিবাসন আইনেও পরিবর্তনের বিষয়টিও থাকবে।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসব তথ্য জানার কারণেই যুক্তরাষ্ট্র অভিমুখে অভিবাসন প্রত্যাশীদের ঢল নেমেছে বলে মনে করা হচ্ছে।