মানিক কুমার স্টাফ রিপোর্টার:- ডিজে নেহা, তার সঙ্গে বন্ধুত্ব আর পরিচয়ই কাল হলো ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস অব বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থী মাধুরির।
নেহার সঙ্গে পরিচয়ের সূত্র ধরেই যাতায়াত শুরু হয় বিভিন্ন হোটেল বারে।
এসব থেকে মদ্যপান, সবশেষ মৃত্যু। পুলিশ বলছে, ডিজে নেহা তার পার্টিতে উচ্চবিত্ত পরিবারের সদস্যদের ডেকে নিয়ে কৌশলে টাকা কামাই করতেন।

বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তারের পর নেহাকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এমনসব তথ্য পেয়েছে পুলিশ।
চকচকে হোটেলের বার কিংবা দামি শিশা লাউঞ্জে দেখা মিলতো ডিজে নেহার।
ঠোঁটে কখনো শিশার পাইপ আবার কখনো হাতে দামি বিদেশী মদের বোতল।সেইসাথে গানের তালে তালে চলতো উদ্দাম নাচ।
নেহা পরতেন দামি দামি ড্রেস। ব্যবহার করতেন দামি ব্রান্ডের মেকআপ।
আর এমন রুপের ঝলক দেখিয়ে আয়োজন করতেন ডিজে পার্টির। সেসব পার্টিতে দাওয়াত দিয়ে নিয়ে আসা হতো ধনী পরিবারের সন্তানদের। সেখান থেকে অনৈতিক কার্যকলাপ। এটাই ছিলো নেহার আয়ের উৎস।
ডিএমপি উপ পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ) হারুন অর রশীদ বলেন, সে (নেহা) প্রতিরাতেই এরকম পার্টির আয়োজন করত। সারারাত ঘুরে বেড়ায় এমন ছেলেদেরকে সে কালেকশন করতো।
মদ সাপ্লাইয়ের জন্য একজন ক্যারিয়ার থাকতো যে এসে মদ দিয়ে যেত এবং এই মদ খেয়েই তারা নাচানাচি করত।নেহার মতো মেয়েদের কাজই হলো বড় বড় ডিজে পার্টিগুলোতে গিয়ে বড়লোকের ছেলেমেয়েদের সাথে বন্ধুত্ব তৈরি করা।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি ) নেহাকে পাঁচ দিনের রিমান্ডে এনে এসব তথ্য পেয়েছে পুলিশ। তারা বলছে, পরিবার ও স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর এমন অনৈতিক কাজে জড়িয়ে পড়েন নেহা।
ডিএমপি উপ পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ) হারুন অর রশীদ বলেন, ছেলে-মেয়েরা সারারাত বাইরে থাকছেন, কারো কথা শুনছেন না, ড্রিংক করে বাড়ি ফিরছেন।
এটা যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এরকম ঘটনা আরো ঘটতে পারে।
রাজধানীতে যারা এধরনের অপরাধের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে পুলিশ।
আর অনুমোদনহীন রেস্টুরেন্টে কোন ধরনের মাদকের আসর না জমাতে বলছেও বলা হয়েছে।