রুবেল ইসলাম টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক লেন বন্ধ থাকায় বিভিন্নস্থানে যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক লেন বন্ধ করে সংস্কার কাজ করায় মহাসড়কের বিভিন্ন স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন অংশ যানজট দেখা যায়।
গোড়াই হাইওয়ে পুলিশ জানায়, একদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খানাখন্দ ও অন্যদিকে এক লেন বন্ধ করে চারলেনের সংস্কার কাজ করায় স্বাভাবিক গতিতে চলতে পারছে না যানবাহন। এতে অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কের বিভিন্নস্থানে তৈরি হচ্ছে যানবাহনের দীর্ঘ লাইন। এছাড়া বৃহস্পতিবার রাতে মহাসড়কের নাটিয়া পাড়া এলাকায় সড়ক দুর্ঘটনার কারণেও যানজটের সৃষ্টি হয়। তবে, বেলা বাড়ার সাথে তা স্বাভাবিক হতে শুরু করেছে।
যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানায় হাইওয়ে পুলিশ।