দেড় মাসের মধ্যে শুকিয়ে যাবে ইস্তাম্বুল

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আন্তর্জাতিক ডেস্ক:- এক দশকের মধ্যে চরম খরায় ভুগছে তুরস্ক। পুরো দেশে পানির জন্য হাহাকার। তবে সবচেয়ে খারাপ অবস্থা ইস্তাম্বুলের।

এভাবে চলতে থাকলে আর মাত্র দেড়মাস পরেই পানিশূন্য হয়ে পড়বে এক কোটি ৭০ লাখ জনসংখ্যা অধ্যুষিত তুরস্কের অন্যতম প্রধান এ শহরটি।

খবর- দ্য মেইল ।দেশের অন্যান্য শহরগুলোরও একই অবস্থা। এ অবস্থার জন্য দায়ী করা হচ্ছে নগর উন্নয়ন কর্তৃপক্ষকে।

উন্নয়ন কাজে পানির অপরিমিত ব্যবহারের কারণেই এ সঙ্কট বলে অভিযোগ উঠেছে। ইস্তাম্বুলের পানি সরবরাহের প্রধান উৎস ওমেরিল বাঁধের পানির স্তর গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। সময় মতো বৃষ্টি না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

রাজধানী আঙ্কারার মেয়র মানসুর জাভাস বলেছেন, বাঁধ ও রিজারভায়রগুলোতে মাত্র ১১০ দিন চলার মতো পানি রয়েছে।

আরো দুটি বড় শহর ইজমির ও বুরসায় যেসব বাঁধ রয়েছে সেগুলোতে যথাক্রমে ৩৬ ও ২৪ শতাংশ পানি অবশিষ্ট রয়েছে।এখানে বৃষ্টির সময় বাঁধের অভ্যন্তরে জমা পানির ওপরই নির্ভর করতে হয় সারা বছর।

১৯৮০ সাল থেকে নগরোন্নয়ন, শিল্পায়ন, জলবায়ু পরিবর্তন ও জনসংখ্যা বৃদ্ধির কারণে বার বার পানির অভাব দেখা দিচ্ছে।