দৌলতপুরে’র হৃদয়পুরে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষ শিশুসহ আহত-৯

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কুষ্টিয়ার দৌলতপুরে ঈদের জামাতে নির্ধারিত ইমাম পরিবর্তন করাকে কেন্দ্র করে বিশৃংখলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গত ৩১জুলাই২০২০ইং শুক্রবার উপজেলার আড়িয়া ইউনিয়নের হৃদয়পুর হাজীপাড়া
জামে মসজিদে ঈদুল আযাহার
জামায়াতে নির্ধারিত ইমাম পরিবর্তন করাকে কেন্দ্র করে বিশৃংখলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৯জন আহত হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, এর আগে হৃদয়পুর হাজীপাড়া জামে মসজিদের ইমাম জুবায়ের (৪৫) কে তার বিতর্ক কর্মকাণ্ডের জন্য মসজিদে রাখা না রাখা নিয়ে স্থানীয় দু’গ্রুপ গ্রামবাসীর মধ্যে কথা-কাটাকাটি হয় হৃদয়পুর গ্রামের আবেদ আলীর ছেলে সোহেল ,শারিফ,আবুল কালাম কানু সহ কয়েকজন ইমাম জুবায়ের কে মসজিদে রাখার পক্ষে অবস্থান নেন এবং
মিনহাজ উদ্দিন, ইমদাদ ,লিপটন,নাসির উদ্দিন, ওহিব উদ্দিন চুনু,জিয়ারত আলী সহ গ্রামের বেশীর ভাগ মানুষ ইমামকে মসজিদে না রাখার পক্ষে অবস্থান নেন। এনিয়ে গ্রামে দুই পক্ষ দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।
বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায় , গত ১জুলাই ২০২০ ইং বুধবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.শরীফ উদ্দিন রিমন , স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে ছয় মাসের অগ্রিম বেতন দিয়ে ইমাম জুবায়ের কে অব্যাহত দেওয়া হয়।

গত (৩১জুলাই২০২০)শুক্রবার জুম্মার নামাজ শেষে ঈদের দুইটি জামায়াত করা নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় বহিস্কৃত ইমাম জুবায়ের ও সোহেল তার লোকজন নিয়ে মসজিদের ভিতরে আকস্মিকভাবে দৃষ্টিকটু কথাবার্তা বলে এবং বিতর্কিত ইমামকে দিয়ে ঈদের নামাজ পড়ানো চ্যালেঞ্জ ছুড়ে দেয় সোহেল ও তার লোকজন । এক পর্যায়ে লোকজন মসজিদ থেকে চলে যায়।

এরই ধারাবাহিকতায় ঐদিন দুপুরে সোহেল ও তার সাথে ২০/৩০জন লোক হাতে বিভিন্ন ধরনের দেশীয় তৈরি ধারালো রামদা, হাসুয়া, তরবারি, লোহার রড ,লাঠি ,বাটাম ইত্যাদি নিয়ে বেআইনি ওহিব উদ্দিন চুনুর বসত বাড়ির বাইরে প্রবেশ করে এবং সোহেল হুমকি দিয়ে বলে আমরা বহিস্কৃত জুবায়ের কে দিয়েই ঈদের নামাজ পড়াবো পারলে ঠেকাস, বলে অতর্কিত হামলা চালায়,হামলায় ওহিব উদ্দিন চুনুর নাতিন মো. তানজিন সহ অন্তত ৯ জন গুরুতর আহত হয় ।
আহতদের তাৎক্ষণিক দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় সোহেল কে প্রধান আসামি করে ২০জনের নামে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়,মামলা নং২,২-০৮-২০২০।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান জানান, মসজিদের ইমামকে কেন্দ্র করে গ্রামের দুপক্ষের মধ্যে সংঘর্ষে ৯জন আহত হয় । এ ঘটনায় একটি মামলা হয়েছে, আমরা আসামিদের ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছি।