দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১১ টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও র্যপিড এ্যাকশন ব্যাটালিয়র র্যাবের ভ্রাম্যামান আদালত।
র্যাব -১২ সিপিসি-১ কুষ্টিয়ার কোম্পানী কমান্ডার মেজর গাফ্ফারুজ্জামান জানান, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসান এর সহযোগীতায় ভ্রাম্যমান আদলত পরিচালনা করা হয়।

বুধবার (২০ জানুয়ারি ) বেলা ১১ টা থেকে পরিচালিত অভিযানে উপজেলার গলাকাটি মোড়ে আসাদুজ্জামানের ইটভাটায় ৭ লক্ষ টাকা, ঝুমুর আলীর ইটভাটায় ৭ লক্ষ টাকা, আব্দুস সালামের ইটভাটায় ৬ লক্ষ ৪০ হাজার টাকা।

দৌলতপুর হাসপাতাল সড়কের ইয়াছিন আলীর ৮ লক্ষ টাকা, ডাংমড়কা এলাকার মোফাজ্জেল হকের ইটভাটায় ৮ লক্ষ টাকা ও জাহাঙ্গীর হোসেনের ইটভাটায় ৭ লক্ষ ৬০ হাজার টাকা, পলাশ হোসেনের ইটভাটায় ৮ লক্ষ টাকা, শরিফুল ইসলামের ১ লক্ষ টাকা, উপজেলার সাদিপুর এলাকায় আবু বক্কর সিদ্দিকের ইটভাটায় ৬ লক্ষ টাকা, মামুন অর রশিদের দুটি ইটভাটায় ১০ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসান জানান, ইটভাটা নিয়ন্ত্রণ আইন (২০১৯) এর ২,৪,৬ ও ৮ ধারায় এ জরিমানা আদায় করা হয়।