দৌলতপুরে কেন্দ্রীয় যুবলীগ নেতা তারিক আল মামুনের গণসংযোগ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হেলাল উদ্দিন, দৌলতপুর (কুষ্টিয়া):- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য তারিক আল মামুন।

বেশ কিছুদিন ধরেই গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। এ সময় ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন।কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা তারিক আল মামুন জানান, দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পেশার মানুষকে সঙ্গে নিয়ে গণসংযোগ করছেন। ইতোমধ্যে দৌলতপুর সদর ইউনিয়ন, খলিসাকুন্ডি, বোয়ালিয়া,রিফাইতপুর ও আড়িয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। সংসদীয় আসনের অন্যান্য এলাকাতেও গণসংযোগ করবেন বলে জানিয়েছেন তিনি।গণসংযোগ কালে স্হানীয় দলীয় নেতাকর্মীরা তার সফর সঙ্গী হিসেবে ছিলেন।

বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ দলীয় নেতা-কর্মীদের ভালোবাসা নিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকে দল আমাকে মনোনয়ন দিলে অবশ্যই ব্যাপক ভোটে নৌকাকে বিজয়ী করে আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দিবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।