দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ রুর্যাল ডেভলপমেন্ট বোর্ড (বিআরডিবি) এর কার্যালয়ের সামনে রাত ১০ টা তেও উড়ছে জাতীয় পতাকা!
প্রতিদিন জাতীয় পতাকা উত্তোলন না করলেও বাংলাদেশ সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা করেন। ভারতের সাবেক রাষ্ট্রপ্রতি প্রণব মুখার্জীর মৃত্যুতে গত বুধবার শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়। দৌলতপুর উপজেলার বিআরডিবি কার্যালয়ের সামনে বুধবার দিবাগত রাতে ১০ টার দিকে ঔ পতাকা উড়তে দেখা যায়।
জাতীয় পতাকাটি রোধ বৃষ্টি ঝড় কোন সমই নামনো হয়নি। রাতেও জাতীয় পতাকা উড়তে দেখে স্থানীয়রা বিস্ময় প্রকাশ করেন। এব্যাপারে বিআরডিবি’র প্রকল্প কর্মকর্তা সমীর কুমার সেন এর কথা বলার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এর সাথে কথা বললে তিনি জানান, এতো রাতেও জাতীয় পতাকা উড়ার বিষয়টি দুঃখ্য জনক। কেন এতো রাতে জাতীয় পতাকা উড়ছে সেটা আমি খতিয়ে দেখছি।