নিজস্ব প্রতিবেদক:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত তেলিগাংদিয়া শেখপাড়া অবস্থিত তেলিগাংদিয়া শেখপাড়া হতে বড়গাংদিয়া পর্যন্ত প্রায় ১.৫ কিঃমিঃ রাস্তার বেহাল দশা।

রাস্তাটির ২০ বছর আগে হেয়ারিং বন্ড হিসেবে নির্মাণ হওয়ার পর থেকে রাস্তায় টি আর কোন দিন সংস্কারের কোন ব্যবস্থা গ্রহণ করা হয় না অত্র রাস্তায় বিভিন্ন জায়গায় ভেঙে যাওয়ার কারনে এই রাস্তা দিয়ে যাতায়াত কারী জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হয় প্রতিনিয়ত। প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনার সম্মুখীন হতে হয় পথচারীদের, এই রাস্তা দিয়ে হাজার হাজার জনগণ চলাচল করে থাকে প্রতিনিয়ত।

পন্যবাহী গাড়ী নিয়ে চলাচলের জন্য এই রাস্তা উপযোগী নয় বলে জানিয়েছেন এই পথে চলাচল কারী জনগণ ও এলাকাবাসী। রাস্তার ব্যাপারে একাধিকবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমপি মহাদয় উপজেলা প্রকৌশলীর কাছে আবেদন করা হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি ।

উক্ত রাস্তাটি মেরামত করে জনগণের চলাচল স্বাভাবিক করতে কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন এলাকাবাসী ও পথচারীরা। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল চৌধুরী তিনি 800 মিটার রাস্তা পাকাকরণ করেন অত্র রাস্তা বাকী টুকু নির্মাণের জন্য চেষ্টা চলছে কিন্তু রাস্তাটা অরিজিনালি চলাচলের জন্য অযোগ্য বলে জানান।