নিজস্ব প্রতিবেদন:- কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ (২৬ আগস্ট) বুধবার রাত ৯ টা ৪৫ মিনিটে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত বেশ কিছুদিন তিনি লাইফ সার্পোটে ছিলেন হাসপাতালে।কুষ্টিয়ার দৌলতপুর থানার অফিসার ইনচার্জ হয়ে ২০১৯ সালের ৩১ আগষ্ট যোগদান করেন। দক্ষতা ও সুনামের সহিত জনগণের স্বার্থ রক্ষা, আস্থা ভাজন ও সুনামের সহিত কাজ করে আসছিলেন । এর আগে তিনি রেলওয়ে থানা সান্তাহারের অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি কুষ্টিয়ার দৌলতপুর, কুমারখালী ও সদর মডেল থানায় সাব ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কুষ্টিয়ার মানুষের কাছে অনেক আপনজন ছিলেন। গত ১৪ আগষ্ট তিনি করোনা আক্রান্ত হন। এবং শ্বাসকষ্ট শুরু হলে ১৫ আগষ্ট তিনি ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হন। বুধবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রাত ৯.৫০ মিনিটে তার বড় বোনের ছেলে তারেক আল আজিজ (ভাগিনা) তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
