দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুরের ভারত সীমান্তবর্তী এলাকায় বিজিবি‘র পৃথক অভিযানে ফেনসিডিল, মদ, গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুত্র জানায়, রবিবার ভোরে রামকৃঞ্চপুর কান্দির পাড়া গ্রামে অভিযান চালিয়ে ১০৩ বোতল ফেনসিডিল, এক কেজি গাঁজা, ও মোটরসাইকেল সহ রাজু আহমেদ (২৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। সে ইনসাফনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

এর আগে ডিগ্রীরচর নামক স্থানে ৯৯ বোতল এবং চিলমারী শান্তিপাড়া মাঠ থেকে ৬০ বোতল মদ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় ক্যাম্পের বিজিবি।